কলেজ পরিচিতি
গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার মিলনস্থল সালুটিকর বাজারের পাশেই সালুটিকর কলেজ অবস্থিত। এলাকার মানুষের স্বপ্ন ও সহযোগিতায় শিক্ষার দিকে পিছিয়ে পড়া এলাকাকে আলোকিত করতে মরহুম নজরুল ইসলাম নজর (প্রতিষ্ঠাতা সভাপতি) সাবেক চেয়ারম্যান ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ ও মরহুম আব্দুল খালিক চেীধুরী (প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ)-এর অক্লান্ত প্রচেষ্টায় ২০০২ সালে উচ্চমাধ্যমিক স্থর নিয়ে সালুটিকর কলেজ প্রতিষ্টিত হয়। ২০০২ সালে মানবিক শাখায় ছাত্র ভর্তির প্রাথমিক অনুমতিপ্রাপ্ত হয় এবং ২০০৫ সালে কলেজটি স্বীকৃতিপ্রাপ্ত হয়।
অনেক ত্যাগ ও পরিশ্রমের পরেও যখন আশে পাশের শিক্ষার্থীরা বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার অযুহাতে সালুটিকর কলেজে ভর্তি না হয়ে শহরের বিভিন্ন কলেজে ভর্তির জন্য চলে যেতে থাকে। যুগের সাথে তালমিলিয়ে চলতে এবং উন্নত শিক্ষায় আলোকিত করতে ২০০৯ সালে কলেজটিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার অনুমতি পায়।
বেসরকারি শিক্ষা নীতিমালার বিভিন্ন চাহিদা পূরণ করতে গিয়ে প্রায় ২ যুগের মতো দীর্ঘদিন কঠিন সময় উপেক্ষা করে অবশেষে ২০২২ সালে কলেজটি এমপিওভূক্ত হয়। এই সময়ে কলেজটি থেকে প্রয়াত হয়েছেন অনেক গুণিজন, অনেকে জীবিকার তাগিদে অন্যান্য প্রতিষ্টানে পাড়ি জামিয়েছেন। কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা সরকারি বিভিন্ন সেক্টরে সেবা দিচ্ছে এবং অনেকে উচ্চতর শিক্ষা/উজ্জল ভবিষ্যতের জন্য ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছে।
এলাকাবাসীর সহযোগিতায় ও কলেজের আর্থিক ফান্ড থেকে দুটি ভবন নির্মাণ হলেও ২০১৮ সালে সরকারি অর্থায়নে আইসিটি ল্যাবসহ ৪তলা একাটি ভবন নির্মিত হয়। বর্তমানে কলেজটি প্রায় ৫০০ (পাঁচশত) শিক্ষার্থী জ্ঞান অর্জনের করছে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে কলেজটি অদূর ভবিষ্যতে এলাকার অন্যতম কলেজ হিসেবে পরিচিতি লাভ করবে।